ঢাকা প্রতিনিধি: ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকাস্থ দশমিনা উপজেলা ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই ২০২৫) ঢাকার ইউনিক রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন শায়খ মুহাম্মাদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম সাইফুল্লাহ, সেক্রেটারি, পটুয়াখালী জেলা ফোরাম; অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বার; মোঃ লুৎফর রহমান, আমীর, দশমিনা উপজেলা জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মাওলানা রুহুল আমিন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (সভাপতি, ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা), মাওলানা এস এম ওমর ফারুক (সিনিয়র সহ-সভাপতি), মোঃ রেজাউল করিম (সহ-সভাপতি), মাওলানা মোঃ রিজাউল করিম (সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মনিরুজ্জামান (সহ-সাধারণ সম্পাদক), মোঃ আব্দুর রহমান জুয়েল (সাংগঠনিক সম্পাদক) সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে আনন্দঘন পরিবেশে মিলিত হন, পুরোনো দিনের স্মৃতিচারণ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।